ব্যথাতুর

ঋতুরাজ বসন্তের লীলা লগ্নে;
গ্রাম বাংলার সজীব প্রকৃতি,
আজ বিমর্ষ |
বিষাদ বিধুর,
প্রবহমান সমীকরণে;
বেদনার সুর |
সবার হৃদয় আঙিনায়,
গোপন-বেদনা;
প্রিয় বিয়োগের করুণ,
আর্তিতে ব্যথাতুর|

0.00 avg. rating (0% score) - 0 votes