সত্যি সেকি সঙ্গী হবে

সত্যি সেকি সঙ্গী হবে
——————————————
সত্যি সত্যি সেকি আমার সঙ্গী হবে,
সদা আমার হিয়ার মাঝে যেচে রবে ।
সত্যি সত্যি সেকি কভু দেখবে ফিরে,
মোর ভাবনার দিগন্তে সে রবে ঘিরে ।

সত্যি সত্যি সেকি নিশ্চিন্তে ভালবেসে,
বাঁধবে প্রেম-ডোরে মোর ভুবনে এসে ।
সত্যি সত্যি সেকি কভু নিঝুম রাতে,
আমার সাথে ভেসে যাবে পূর্ণিমাতে ।
শফিক তপন
ক্যানবেরা, ২১-২-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes