অবিরাম বৃষ্টি
———————–
আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ে,
টাপুর টুপুর বরষা ঝরে ।
বৃষ্টি পড়ে গাছের ডালে,
মাঠে ঘাটে বাড়ীর চালে ।
তুলার মতই মেঘ উড়ে,
গগণ জুড়ে বেড়ায় ঘুরে ।
ছুটে পথিক মেঘ বাদলে,
কেউ হাঁটে ছাতার তলে ।
থাকবো না ঘরের বাইরে,
ফিরি সবে দেরী নাইরে ।
ভুনা খিচুড়ি মাংশ সাথে,
সব্বাই মিলে খাব রাতে ।
শফিক তপন
ক্যানবেরা, ১৮-৩-২০১৫