মন তোমাকে চায়
—————————
বসে আমি নিশি জাগি আজি যার লাগি,
অহর্নিশি তারই চির সুখ বিধাতায় মাগি ।
অবুজ হৃদয় কেন আজি খুঁজে বারেবারে,
তোমাকেইযে চায় সে গোপন অভিসারে ।
মন যদি ছুটে যায়গো আজ তবে যাকনা,
দেহটাই আজ শুধু আমার কাছে থাকনা ।
ভাললাগা হৃদয়ে নীরবেই রচে ভালবাসা,
অন্তর আত্মায় যেচে রয় তোমার প্রত্যাশা ।
Nice…