বাংলাদেশের ক্রিকেট দল

বাংলাদেশের ক্রিকেট দল । শফিক তপন
———————————-
আমারা বীর উন্নত শীর, আমরা বাংলাদেশের ক্রিকেট দল;
মোদের খেলা দেখরে ফেলা শক্ত বাহু দুটি আমাদের সম্বল ।
মাররে চার বাউন্ডারী পার, রান কররে আজ যত অবিরল;
আমারা বীর উন্নত শীর আমরা বাংলাদেশের ক্রিকেট দল ।

এই বার মোরা ছুটাব ঘোড়া,ভয়ে হোসনে তোরা টল মল;
ক্যাঁচ ধররে আউট কররে, দে করে দেরে তাদের হজবরল ।
মোদের আশা সোজা ভাষা, দশ দিগন্তে পিটারে আজি বল;
আমারা বীর উন্নত শীর আমরা বাংলাদেশের ক্রিকেট দল ।

স্বাধীন বাংলা ঠেলাটা সামলা, ভেঙ্গেচুড়ে করে দেরে বিহ্বল;
নেইরে শঙ্কা বাজারে ডঙ্কা, জয় ধ্বনিতে ভররে ধরণী তল ।
মাররে ছয় কিসের ভয়, সাবাশ দিচ্ছেরে আমাদের জনবল;
আমারা বীর উন্নত শীর আমরা বাংলাদেশের ক্রিকেট দল ।

বাংলাদেশী বীরের বেশী, ছিনরে বিজয় ভেঙ্গে দেরে শৃঙ্খল;
বাঁচারে মান বাজীরেখে প্রাণ, ধরে রাখরে তোরা মনোবল ।
যাই চাইরে তাই পাইরে, সকলের ভালবাসায় মোরা সচ্ছল;
আমারা বীর উন্নত শীর আমরা বাংলাদেশের ক্রিকেট দল ।

0.00 avg. rating (0% score) - 0 votes

৪ thoughts on “বাংলাদেশের ক্রিকেট দল

Comments are closed.