আবীর

কী আছে রে!

কী আছে তোর?

ঐ লুকোন ভরা হাতে?

মিষ্টি মধুর নরম হাসি,

খেলছে যে তোর  ঠোঁটে !

হাত খানি তোর হলুদ রাঙা,

আবীর এনেছিস ?

দে না ছুঁড়ে , দে ছুঁড়ে দেে!

লজ্জা ভুলে , একটু আবীর !

যাক ছুঁয়ে যাক গালটি আমার !

যায় যদি যাক ভরে যাক,

আবীর রঙে রাঙা হয়ে,

বুক খানি তোর!

0.00 avg. rating (0% score) - 0 votes