মায়ের মুখের মধুর ভাষা

মায়ের মুখের মধুর ভাষা ।
——————————–
মায়ের কোলে খেলার ছলে আধোআধো কথা শিখি কত,
তার কোলেতেই ভাষার শুরু কথা বলতে পারি যথাযত ।
মায়ের মুখের মধুর হাসিতে আমাদের মন জুড়িয়ে যায়,
চিরঞ্জীব সে হাসির উৎস লালিত সোনার বাংলা ভাষায় ।

বাংলা ভাষাই রাষ্ট্রভাষা মায়ের আশা এই আমাদের গর্ব,
বিদেশীরা ভাষার এই অধিকারকে করতে চেয়েছিল খর্ব ।
বাংলা ভাষার স্থলে উর্দুকে করতে চেয়েছিল রাষ্ট্র ভাষা,
বীর বাঙালীরা শহীদ হয়ে রক্ষা করেছিল মায়ের আশা ।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারীতে ছাত্ররা বাজি রেখে প্রাণ,
বুকের তাজা রক্ত ঢেলে বাঁচিয়েছিল বাংলা ভাষার মান ।
এই দেশ কেঁপে উঠেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই শ্লোগানে,
বিদেশী শাসকের বুলেটে কতযে শহীদ হয় ভাষার টানে ।

তার পর প্রতিটি বছর আমারা এই দিনটি করছি লালন,
আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে বিশ্ব বাসী করে পালন ।
বাংলাভাষা কুড়িয়েছে আজি সারা বিশ্বে ভাষার সন্মান,
মাতৃভাষাতেই কথা বলে হেসে খেলে ও গেয়ে যাই গান ।

জননী সম এই দেশের পবিত্র চির সবুজ ঘাসের আঁচলে,
হয়েছি বড় তার মাঠে ঘাটে বৃক্ষের সুশীতল ছায়া তলে ।
মায়ের মতই এই বুকের ভিতরে স্বযতনে রেখেছি যারে,
ভালবাসি প্রাণ দিয়ে আমাদের সোনার বাংলা ভাষাটারে ।
শফিক তপন
ক্যানবেরা, ২১-২-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “মায়ের মুখের মধুর ভাষা

Comments are closed.