ওহে মানবতা. .
দুশমন ভেবনা আমায়।
আমিতো অনন্যোপায় এ অসভ্যতার পানে,
যুগপতই হয়ে যাই তাই আমি-
হিংস্র উদার সময়ের প্রয়োজনে।
জালিমের দাম্ভিকতায় আমি হয়ে উঠি উম্মাদ,অদম্য!
সহসা ছুটে চলি তার চক্ষু তুলিয়া বক্ষ করিতে ছিন্ন।
আবার শান্ত,সুবোধ নিমিষেই আমি শুধু তোমারই, তোমারি জন্য।
তোমারই প্রয়োজনে আমি কাবাতেও রক্ত চুষি,
দ্বিখন্ড করে দেই মাথা।
অযথাই কেন খুন ঝরাবো আমি ধরিনা বৃক্ষপাতা।
ওহে মানবতা. . .
ভাবছ কি জঘন্য!
মাতাল জ্বীনের রাজা আমি!
না,আমি বৃহন্নলা নই!সদা জাগ্রত জলজ্যান্ত!
ধরার বুকের এই হাহাকার দেখে কি করে রব আমি ক্ষান্ত?
আজ তাই আমি আজরাইলের যম কাল চির প্রশান্ত শান্ত।