জর্জ দীঘি

জর্জ দীঘি (Lake Goerge)
—————————————
গভর্নর ম্যাকুইরী ১৮২০ সালে রাজা তৃতীয় জর্জের নামানুসারে,
দীঘির নাম রাখেন লেক জর্জ ২৮শে অক্টোবর রোজ শনিবারে ।
এই জর্জ দীঘিটি ক্যানবেরা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে,
ফেডারেল হাইওয়ের পাশেই যার স্থান পঁচিশ কিলোমিটার জুড়ে ।

দীঘিটি অতি প্রাচীনতম সুন্দর কতশত স্মৃতি ইতিহাস তার বুকে,
কালের স্বাক্ষী হয়ে নিরন্তর নিজেকে বিলিয়ে দেয় অপরের সুখে ।
একাকীত্বতার নীরব অহঙ্কারে বুক ভাসিয়ে যার একাকী নিবাস,
আজিকে তেপান্তরের মাঠ সম সেথায় গড়ে উঠেছে সবুজ ঘাস ।

বহু বছর আগে ইয়াস নদীর পাড়ে ইউরোপিয়ানরা বসতি গড়ে,
ঠিক তার পর থেকেই দীঘিটি যেন তিলে তিলে শেষ হয়ে মরে ।
জল মগ্নতা হারিয়ে সে নিশ্চুপে রোদে পুড়ে ভিজে ঝড় বৃষ্টিতে,
আলো ও ছায়া করে খেলা তখন প্রাণ হারায় অপূর্ব সে সৃষ্টিতে ।

কয়েক দশক আগেও জর্জ দীঘিটিতে অথৈ পানিতে ছিল ভরপুর,
যেথায় মারী কডমাছ কিংবা হংস মিথুনের সেখেলা ছিল সুমধুর ।
আজিকে জল হীন শূন্য বুকে গবাদি পশু মধুর সুখে বেড়ায় চড়ে,
হেরি সেই উদোম বুকের বিরলতা তাতে এইমন বিমলতায় ভরে ।

কখনও নীল অম্বর ছড়ায় আবেশ সবুজ ঘাসের দীঘিটির কোলে,
চন্দ্র সূর্য ও তারা ভুলায় তারে সমীরণ বুকের মাঝে ঢেউ তোলে ।
দীঘির নির্মল লীলা ভুমিতে কি অদ্ভুত অপূর্ব সৌন্দর্য বিরাজমান !
নিবিড় মায়া জড়িত নন্দিত শোভায় শতসিদ্ধ করি আমার প্রাণ ।
——————————————-
শফিক তপন
ক্যানবেরা, ২৮-৫-১৪

0.00 avg. rating (0% score) - 0 votes