অত্যাগসহন

অত্যাগসহন
—————————-
একদিন তব
ব্যাকুল কোমল হাতে
তুমি ফুলমালা পরিয়ে দিলে যারে,
নিঃসংকোচে
আজ কাঁদিয়ে এ মন
বিরহ ব্যাথায় নিঃশেষ কর তারে ।

যেই দৃষ্টিতে
তুমি অবলীলায় শুধু
ফুটিয়েছিলে শুকনো মরুতে ফুল,
সেই আঁখিতে
আজযে শ্রাবন ধারা
বলতে চাহে নীরবে সবইযে ভুল ।

স্মৃতিগুলি যায়
দূরে মেঘের ছায়ে
মুছে যায় চাওয়া পাওয়া প্রত্যাশা,
অবুজ মন তবু
ফিরে পেতে চায়
তব হৃদয়েরই সব টুকু ভালবাসা ।

শফিক তপন
ক্যানবেরা, ২৮-২-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes