সমাধিলিপি : অনুবাদ কবিতা
একটি প্রাণের যখন সমাপ্তি ঘটে
নির্ভয় ধুলো পোকা মাকড় কীটে;
বুকে শুধু দূর্বা ঘাসের আচ্ছাদন
মুখে না রুটি মূল্যহীন এ জীবন।
না বিস্ফারিত চোখ, না অশ্রুজল
না হাসি, ভাঙ্গা যে তার অন্তঃস্থল;
বাড়ায় না হাত, কোন অনুরোধ
সত্য আর মিথ্যার না রয় বোধ।
থাকে না জ্বালা ব্যথা না দীর্ঘশ্বাস
জীবনের এই পরিশেষ পরিহাস;
জনাকীর্ণ পথের সীমা প্রান্ত যেথা
ভালোবাসা প্রেম হয়ত বা সেথা।
বায়বীয় সবি, হাঁটা চলা পদধ্বনি
ভালোবাসি যেন পেতে মৃত্যুখানি।
মূল: Amy Levy