বাতাসের শরীরে প্রতিধ্বনি

– আয়নাল
বাতাসের শরীরে প্রতিধ্বনি
ধানমাড়াইয়ের ধান আর
মাহফিলের টংদোকান
জমা-খরচের আইসক্রিম
ঘরপালানো সন্ধ্যা
আধুনিক শহর মুছে দিয়েছে;
বাবুলের বাঁশিসুর
সিঙ্গাড়া হাশিম
খালেকের খইকলা
অলুর অদ্ভুত সাইকেল
ডেউয়া জোড়পুল।
রস্তম কাকার হাস্কি আজান।
দারিন্দা—কাশিমপুর।
প্রেমনগর স্কুল। ক্রিকেট ইতিহাস।
হাঙরবোট।
মমিন মামার তালকোন্দা।
মোল্লার মুড়িমোয়া।
ডুবুরি আকলিমার বাড়িফেরার
উপাখ্যান।
বনমালির প্রেম।
গালভর্তি পান। লাল ঠোঁটের সরল
হাসি।
হারাতে চাই না প্রতিমা
পাটখড়ি
সমুদ্রজল
মায়ের মখমল।
অসমাপ্ত অনুলেখন
ইচ্ছা হয় অসমান পাণ্ডুলিপির
জীবনকলঙ্ক ইরেজারে মুছি,
অহংকারী সমুদ্র
গায়ে জড়িয়ে দুধের ঘূর্ণায়মান
স্রোতে কুসুমসূর্য মেশাই;
জলমানুষ
আগুনমানুষ
মাটির
ভাঁজে ভাঁজে বাতাস।
অস্তিত্ব সংকটে জন্মের দাগ
কালের কয়লা ত্রিভূজ
কম্পাসে রেটিনা মাপে চৈতন্যব
পাথরের ফাঁকে রোদঘাস
দূরগামী বাতাসে ওড়ে।
উড়তে উড়তে সুঁই-সুতা মুখে ভাবি;
সুলতানের আঁকা কালো কৃষক
অসংখ্য ওবামা বেলনায় বড়
করে তুলি।
শিরিষ ঘষে ঘষে চূড়ায় যাওয়ার
চূড়ান্ত পথ খুঁজি।

0.00 avg. rating (0% score) - 0 votes