বসন্তের ভালবাসা আমি কেমনে যামু ভুইলা,
হাজার জনম রাখমু তোমায় এ বুহে তুইলা ।
তুমি মোর পরান কোকিলা মনে বড় আশা,
তোমারেই দিমু আমার মনের সব ভালবাসা ।
বসন্তের কোকিল বইসা মগ ডালেতে ডাহে,
চাইলে পলায় সে লুহায় পাতার ফাহেফাহে ।
মনের মধ্যে ঘুইরা ফিরা যেই কতাডা বাজে,
কইতে পারিনা মুখ ফুইট্টা মইরা যাই লাজে ।
ফুলে-ফুলে ভ্রমর বইসা আলিঙ্গন যহন হরে,
আমার মনভ্রমর উইড়া তোমায় খুঁইজা মরে ।
সারা জীবন তুমিই ছিলা আমার বুহের ধন,
তোমার লগে থাহার লাইগা কান্দে এই মন ।
স্বপন দেইহা জাইগ্গা উডি তুমিযে কাছে নাই,
কলজা ফাইডা মরমুগো তোমায় যদিনা পাই ।
তোমার লগেই সাজামু আমারই সোনার ঘর,
সুহে ও দুহে মিল্লা থাকমু আমরা জীবন ভর ।