জমদূত
মৃত্যু ঘন্টা বাজল ঐ
মরছে মানুষ,
ঝরছে প্রানী
ডাকছে সবাই প্রভুকে ঐ।
শুনছেনা তবু
জাগছেনা প্রভু
থামছে না মৃত্যু ঘন্টা,
মাফ করছেনা কাউকে
সর্বনাশা মরনটা।
পাহাড় পর্বত ভাঙছে
মৃত্যু যেন পৃথিবীকে
আরো কাছে টানছে।
দীপ্ত সূর্য রঙ বদলায়
ত্রিলোক আঁধারে ছায়।
হারিয়েছে চাঁদ আলো
মর্তে ঘনিয়েছে কালো।
আসছে মৃত্যু ঝড়ের মত
মরছে মানুষ আছে যত।
ভয়ে মর মর
যত পাপী চায় ত্রান
ঐ এলো জমদূত
কেড়ে নিল বুঝি প্রান।
নাচে টর্ণেডো হাসে ধ্বংস
এ কোন ইশারায় ?
ঐ এলো জমদূত
মিটাবে যে অভিপ্রায়।
রিষ্ট যুগের ভ্রষ্ট ওরে
দেখরে এবার তোরা
কেউ মুক্তি পাবি নাতো
এবার পরবি ধরা।