তোমাকে সাজিয়ে পাস্তুরিত পণ্যের সোয়ারিঘাটে
রঙিন ফড়িঙেরা উড়ে আসছে আসুক!
কাঁটাতারে বিঁধে থাকা যুবক মন ছিঁড়ছে ছিঁড়ুক
বহুকালের চাপে পড়া ভাঁজ থেকে ভাঁজে।
স্রোতের প্রবল বেগ ছুঁয়ে চুয়ে পড়া মাটি
বিলীন হচ্ছে হোক বাদিয়ার ঘাটে,
বিজ্ঞাপনে মিশে মিশে পিশে যাও তুমি;
সুজন চেয়ে থাক আগামির পথে
জোছনার রাত শেষে সকালে-বিকালে।
তবু বলি হতে হবে হিসেবের শেষে।
পণ্যেরা থেকে যাবে, সাজানো তুমিও;
থেকে যাবে নিশ্বাসে মিথেনের ঝাঁঝ,
পণ্যের সোয়ারিঘাটে সময়-নির্যাস।