শী তে র বু ড়ি

শী তে র বু ড়ি । সৈয়দ আহসান কবীর

শীতকালেতে শীতের বুড়ি
চাদর মুড়ে আসে,
শীত আকাশে কুয়াশাতে
গোমড়া মুখে হাসে।

শীতের বুড়ি, শীতের বুড়ি
মুখটি তুলে চাও,
শীতের শেষে এনে দেব
কানা বগির ছাও।

এই তো তুমি হাসতে পারো
আমায় ভালবাসতে পারো
তবু কেন সকাল সাঁঝে
মুখখানি লুকাও?

শীতের বুড়ি একটু হেসে
আমায় কথা দাও,
তোমার সাথে আমায় নেবে
যখন যেথায় যাও।

0.00 avg. rating (0% score) - 0 votes