চাঁদের বুড়ি । সৈয়দ আহসান কবীর
চাঁদের বুড়ি চাঁদকে ডাকে
আয় না কাছে আয়,
চাঁদের দেশে আপন বেশে
হলদে রঙিন না’য়।
চাঁদ সুন্দর আঁকা বাঁকা
নতুন জামা গাঁয়,
আসলে তুমি সবই পাবে
মেঘ রানীদের ছায়।
চাঁদের বুড়ি । সৈয়দ আহসান কবীর
চাঁদের বুড়ি চাঁদকে ডাকে
আয় না কাছে আয়,
চাঁদের দেশে আপন বেশে
হলদে রঙিন না’য়।
চাঁদ সুন্দর আঁকা বাঁকা
নতুন জামা গাঁয়,
আসলে তুমি সবই পাবে
মেঘ রানীদের ছায়।
Owsam hoice ahsan vaia…… apnake unlimited thanks…..