এই শহরেই থাকবো,
বিসিক রোডের, অন্ধকার গলিতে।
যেথায়,
১০ টাকায় বিশ্বজিতের “মোহনা ” মেলে।
বদ্ধ প্রকোষ্ঠে চলে,
মুন্নুবেগের যৌবনে সহস্র চুম্বন।
দৌলতপুরে, বৃষ্টিবিলাসের বারান্দায়।
গাল ফুলানো রুপার অভিমানে
আবেগিত বিশ্বাসে মিশে।
যেথায়
প্রতীক্ষারত নার্গিসের ক্রন্দনে,
কম্পিত হয় মিথ্যা বাসর।
রায়েরবাজার, কিংবা সাভারে।
ইয়াহিয়ার গাম্ভীর্য যেখানে
পদধূলিত হয় লাল ইটের ফাকে।
যেথায়,
আজাদ, রাশেদ দের শোকে
অনাহারী মা বিষাদের স্থম্ভ গড়ে।
এই শহরেই থাকব,
গল্পে, কাব্যে, আর ছন্দের বাস্তবতায়।
মুনকির-নাকির অথবা বিষ্ণু হয়ে।
চমৎকার। ধন্যবাদ কবি।