মনের মধুরিমায় । শফিক তপন
তোমায় রাখি যতনে আমার হিয়ার মাঝে,
মন মোর নীরবে শুধু তোমার তরে সাজে ।
মনের মাধুরী মিশিয়ে তোমায় ভালবেসেছি,
সেই স্বপ্নে ভেসে আমার মনোময়ে এসেছি ।
দুচোখ ভরে তোমায় আমি যতটুকু দেখেছি,
অন্তর আত্মায় সবটুকু তার নীরবে মেখেছি ।
মোর সবকিছু দিয়ে তোমায় আমি চেয়েছি,
যতটুকু দিয়েছি আজ তারও বেশি পেয়েছি ।
ওগো বন্ধু যেটুকু প্রেম তুমি আমায় দিলে,
তারই বন্ধনে সারাটি জীবনের সঞ্চয় মিলে ।
আমার আমিরে দিলাম তোমার মত সুজনে,
তারই সুখ এল বয়ে আমার আঁধার ভুবনে ।
নিজেকে করি নিবেদন আজ তোমার তরে,
সোনার সপ্নে দিন গুলি আমার যায় ভরে ।
তোমাকে পাওয়া মোর সারা জনমের সাধ,
আমার মন বীণায় বিনি সূতার চিরন্তন বাঁধ ।