নির্বাক চেতনায় তুমি
তোমায় যে ভালবাসি আমি
তাতে বিন্দু মাত্র দ্বিধা নেই,
নির্বিগ্নে সবই উজাড় করে
এই মন ও প্রান সপে দেই ।
তোমার ঐ মধুময় জীবনে
শ্রাবণ ধারায় সুখ ঝরবে,
ফুলে ফুলে সাজিয়ে বাসর
স্বপ্ন বিলাসে হৃদয় ভরবে ।
তোমার যত ভাল লাগায়
আমি নাইবা ছিলেম পাশে,
মধুচন্দ্রিমার জোছনার মত
ছিলে মোর যত অভিলাষে ।
তোমায় পেয়েছিলাম কিনা
বুঝতে পারিনি কোন দিন,
নির্বাক চেতনায় স্মৃতি সব
মোর দিনগুলি করে রঙীন ।
শফিক তপন