আল্লাহু আল্লাহু জিকির করিরে মহান আল্লাহর নামে,
খোদাকে পেলাম এই অন্তরে আমার জিকিরের দামে ।
আল্লাহর জিকির প্রতি দমে গোপনে তার প্রেমে পড়ি,
মুর্শীদের দেওয়ানা আমি তারে অন্তরেতে রাখি ধরি ।
কোন গাড়ীতে আসলাম চলে দুনিয়ার এই ইষ্টিশনে,
কোন গাড়ীতে যাব ফিরারে সময় হলে আপন মনে ।
আজরাইল হুইশাল দিবেরে বসবে বুকের মাঝ খানে,
সময় হইছে জলদি চলরে বলবে তাহা কানে কানে ।
যখন আমি চলে যাব ফেরেশ্তারা এসে টিকিট চাবে
বেহেশ্ত কিংবা দোযখেরে জিজ্ঞাসিবে কোথায় যাবে;
আমল নামার টিকিট আছে নাকি পকেট খানি খালি,
গাড়ীর কামরায় শয়তান এসে বাজাবে হাতে তালি ।
পাঞ্জাকানা নামাজ খোদায় কারো মাফ করেন নাই,
নবী-রাসূল, রাজা ও প্রজা সবাই পড়ে গেছেন তাই ।
বেহেশ্তেরই টিকিট কাটি আর সময় মত হাল ধরি,
খোদার কাছে সপে জীবনরে নবীর পথে রই পড়ি ।
সদা সত্য কথা যাই বলি মহান আল্লাহর পথে চলি,
মিথ্যা খারাপ ও পাপ কর্মের দিলাম সবই জলাঞ্জলি ।
যার যার হিসাব সেই দিবে পাশে নাইরে কেহ আর,
কৃত কর্মের হিসাব দিবেরে প্রত্যেকেই যে যার যার ।
আল্লাহু আল্লাহু জিকির করিরে মহান আল্লাহর নামে,
কার দিন কবে ফুরিয়ে যাবেরে কেউ কি তা জানে ।
সব কিছুরই হিসাব হবেরে কেউ মানে কিনা মানে,
আল্লাহু আল্লাহু জিকির করিরে আমি দেহ মন প্রাণে ।