জনহিতৈষীকারী । শফিক তপন
তোমাদের মধ্যেই রয়েছে নিহীত
এই মহাবিশ্বের মহামানবের গুন,
বাংলাদেশেরই মানুষ তিন জন
তোমরা রাহুল, ফারুক ও মুন ।
তোমাদের ধৈর্য, বুদ্ধি, সহানুভুতি
ধুলিসাৎ করেছে সব অসত্যচারী,
যুগৎপদ দীপ্ত মহানুভবতার দৃষ্টান্ত;
লও সালাম হে জনহিতৈষীকারী ।