কেমন আছ কেমন থাকো তুমি
আমার খুব জানতে ইচ্ছে করে,
একটি বার তোমায় দেখব বলে
অপেক্ষায় রই জনম জনম ধরে ।
লাল ফিতায় বাঁধতে মাথার চুল
লাল রঙ লাগাতে দু-ঠোঁট ভরে,
তুমি কি আগের মতনই আছো
তোমায় খুব দেখতে ইচ্ছে করে ।
কখনও তুমিতো রাগ করতে না
হাসি খুশী মাখা মুখের উপরে,
কখনও আনত নয়ন আনমনা
যেন সদা জোছনা পড়ত ঝরে ।
কখনও কভু একটু কষ্ট পেলে
কান্নায় যে শাড়ীর আঁচল ভরে,
কেমন আছ কেমন থাক তুমি ?
আমার খুব জানতে ইচ্ছে করে ।
২৯-১০-১৪
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।