ক্যানবেরা-সিডনী-ক্যানবেরা

ক্যানবেরা-সিডনী-ক্যানবেরা । শফিক তপন
মাথার দুই পাশে হেলানো শিং গলবার্নের মেষ স্থির দাঁড়িয়ে,
পৃথিবীর বৃহত্তম মেরিনো আকাশ ছুঁয়েছে সব কিছু ছাড়িয়ে ।
১৫.২0 গজ উঁচু ১৮ গজ লম্বা এই ভেড়ার ওজন ৯৭ টন,
অস্ট্রেলিয়ার দুইশত বছরের উলের ইতিহাস করছে প্রদর্শন ।

সিডনী থেকে ক্যানবেরা ফিরতে লেক জর্জ ঈশারায় ডাকে,
মুক্ত বায়ু সেবনে কিঞ্চিত বিরতি ফেডারেল হাইওয়ের বাঁকে ।
২৫ কিলোমিটার দীর্ঘ জর্জ দীঘির প্রাকৃতিক লীলা নিকেতন,
কখনও সবুজ কখনও ধূসর অপূর্ব বিশালতায় ভরে এ মন ।

পথটি যত দূরেরই হোক তবু হয়তোবা আছে তারও শেষ,
শুকনো মাঠের দৃষ্টি আকাশে যেথায় মেঘ ও বৃষ্টিদের দেশ ।
বৃষ্টি পড়ে তাই তাতে বুক ভরে জেগে উঠে প্রকৃতির প্রান,
জীবন সংগ্রামে স্মৃতি-স্মরণে মানুষেরে যাচে কভু পিছুটান ।

পুরাতন পথ ফেলে সম্মুখের নতুন পথে যখনই যেতে হয়,
দুই পাশের সবই অতীতের মত চোখের আড়াল হয়ে রয় ।
অতীত পিছনে ফেলে চলতে পথে যেতে যেতে যাচে ক্লান্তি,
জীবন চলার পথেও কখনও শুধরাতে হয় যত ভুল-ভ্রান্তি ।

0.00 avg. rating (0% score) - 0 votes