আসল নয় । শফিক তপন
তোমার পানে চাহি আমি
——–যা কিছু দেখি গো
রূপ ছাড়া সব কিছু তোমার
——দেখি আমি মেকি গো ।
রূপ তোমার মন ভোলানো
——আসল তো সব নয়
কিছুটা তার সত্যি হলেও হবে
——বাকী সবই অভিনয় ।
আসল নয় । শফিক তপন
তোমার পানে চাহি আমি
——–যা কিছু দেখি গো
রূপ ছাড়া সব কিছু তোমার
——দেখি আমি মেকি গো ।
রূপ তোমার মন ভোলানো
——আসল তো সব নয়
কিছুটা তার সত্যি হলেও হবে
——বাকী সবই অভিনয় ।