মেঘলা আকাশ আর তুমি

আজ সকালে যখন তোমার ঘুম ভাঙ্গবে

আর দেখবে তোমায় একটা মেঘলা আকাশ উপহার দিয়েছি,

তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আর একটা ভেজা রাস্তা,

তখন কি তোমার মন খারাপ হবে ?

মেঘলা আকাশের মতো তোমার মনের কোণেও কি মেঘ জমবে ?

ভেজা রাস্তা দেখে কি তোমার খুব কান্না পাবে ?

নাকি অবাক দৃষ্টিতে জানালার পাশে বসে একটু মিষ্টি হাসবে ?

আমার জানা নেই,

সত্যি জানা নেই,

তোমার ভাল লাগা বা না লাগার কিছুই তো আমার জানা নেই ।

তোমার আমার মাঝের অদৃশ্য দূরত্ব আমাকে বহুকাল তোমার কণ্ঠ শুনতে দেয়নি,

জানতে দেয়নি তুমি কোথায় আছো, কেমন আছো ।

 

তাই আজ সকালে যখন তোমার ঘুম ভাঙ্গবে,

মনে মনে আমার দিনটি শুভ হওয়ার প্রার্থনা করো না,

শুধু বলো, “আমি ভাল আছি । তোমার মেঘলা আকাশ দেখেছি, কখনো বিস্ময়ে, কখনো আনমনে ।”

0.00 avg. rating (0% score) - 0 votes

৪ thoughts on “মেঘলা আকাশ আর তুমি

  1. সত্যি কথা ক’জন কইতে পারে?তুমি পেরেছ বন্ধু ভালো লাগলো!তোমার দেখার চোখ ও লেখার হাত সুন্দর ভালো লেগেছে তাতে আরও বেশি!আর নিজের প্রতি নিজের বিশ্লেষন ক্ষমতা আমার আরও বেশি ভালো লেগেছে,ধন্যবাদ!

Comments are closed.