অচেনা সেই মেয়েটি
খন্জ্ঞরের আঘাতে রক্তাক্ত হৃদয় হাতে
জীবনের খাতা শূন্য় পরে থাকে।
ভালবাসা পদদলিত হয়
পৈশাচিক দৈহিক হ্মুদায়।।
বেঁচে থাকাটা নিতান্তই হাস্য়কর
তবুও বেঁচে থাকব
অপেক্ষার দীর্ঘ প্রহর পাড়ি দেব
হাতে নিয়ে
নিকোটিনে পঁচে ধুঁকতে থাকা হৃদয় নিয়ে।।