স্বপ্ন

হয়তো মরীচিকার পানে চেয়ে
ক্লান্ত শালিক;-
মেলে দেয় স্বপ্নের ডানা।
খানিক পরে,
ক্লান্ত হয়ে বালুচরে নেমে আসে
খুঁজে স্বপ্নের ফরমান।

স্বপ্নধূলা পায়ে মেখে হাঁটতে থাকা
কোন পথিক;-
মরুর বিষণ্ণতায় দেয় হানা।
খানিক পরে,
লুটিয়ে পরে মরুর পথে
স্বপ্নের সাথে করে অভিমান।

স্বপ্ন,সে তো মরীচিকায় আঁকা
নাই কোন দিক;-
কোন শিল্পীর নিখুঁত আলপনা।
সবসময়, মিথ্যের প্রলেপ বুলিয়ে দিয়ে
ঢেকে দিতে চায় ব্যাথার স্থান।

0.00 avg. rating (0% score) - 0 votes