হ্মমা

কোনদিন যদি মুখোমুখি হই
স্বীকার করে নেব অযাচিত সব দোষ।
প্রাশ্চিত্তের প্রতীহ্মায় কাটিয়ে দেব
নির্ঘুম কত রাত।
অগনিত বার দাঁড়াব তোমার সম্মুখে
বার বার ফিরে তাকাবো তোমার পানে
যদি হ্মমার দৃষ্টি খুঁজে পাই
নতুন করে ভুল করবো আবার
হ্মমা চাইতে তোমার কাছেই ফিরে আসব যে আবার।।

0.00 avg. rating (0% score) - 0 votes