কোন এক সকালে
চায়ের কাপের উষ্ণতায় তোমার মিশে থাকা
সিগারেটের ধোঁয়ায় অঙ্কিত তোমার অবয়ব।
কোন এক সকালে
আড়মোড়া ভেঙে আলসেমিটা সঙ্গী করা
বালিশে মুখ গুজে আধবোজা চোখে তোমায় অবলকন।
কোন এক সকালে
পাজর ভাঙা প্রেম দেব তোমায়
অঙ্কিত চুম্বন তোমার অধরে।
কোন এক সিদুঁর রাঙা সকালে
আমি যদি হই না ফেরা পথের পথিক
ভালোবাসার আলমিরা টা উন্মুক্ত পড়ে থাকে।
এমন কোন সকালের শুরুতে
ভালোবাসা কি থাকবে যতনে
নাকি অনাদরে অযত্নে
ম্রিয়মান প্রেম কাদঁবে নিরবে।।
এমন কোন সকালের শুরুতে
ভালোবাসা কি থাকবে যতনে
নাকি অনাদরে অযত্নে
ম্রিয়মান প্রেম কাদঁবে নিরবে।।
দারুন লাইন।
……পৃথিবীর সকল জীবিত প্রাণ ই এক একটা উপন্যাস। এই উপন্যাসের বাইরে কেউ যেতে পারেনি। আমিও না।…….