হৃদয়টা আজ বিদ্রোহী সত্তা
এলান করে দিয়েছে
আর কখনও ভালোবাসবে না।
জীবনের বাকী পৃষ্ঠাগুলো শূন্যই থেকে যাক
সেখানে আর কোন কবিতা লিখব না
নিস্তব্দতার উপাখ্যান লিখবো
তবু প্রেমের পঙক্তি নয়।
আমার রাজ্যহীন সাম্রাজ্যের রাজকণ্যা
সব ভালোলাগা সযত্নে সেলফে তোলা থাক।
কোন দিন যদি কোন কাক ডাকা ভোরে
অথবা কোন আঁধার কালো অমানিশায়
দেখা হয়
তবে মনের যত প্রেম
নিঃসংকচে তুলে দেব তোমার হাতে।।