ভালোবাসি ভালোবাসতে

আবার দেখা হবে
কোন এক বসন্তের বর্নালী বিকেলে।
সুনীল আকাশ রইবে সাহ্মী
বাতাসে ভর করবে আমার অশরীরী আত্মা।
তোমার কানে কানে বলবো
ভালোবাসি ভালোবাসি।।
না হয় দেখা হবে
বর্ষার কোন মেঘ মেদূর সন্ধ্যায়
এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব তোমায়।
মেঘের গর্জনে শুনাবো
ভালোবাসি ভালোবাসি।।
ভালোবাসা ঋতু নির্ভর কোন প্রবন্ধ নয়।
দেখা হোক তাই কোন ব্যস্ত নগরীর বুকে
শব্দের কোলাহলে
সুউঁচ্চ ইট পাথরের দালানের মাঝে।
ছুঁয়ে দেব তোমায়
একান্তে বলবো
ভালোবাসি ভালোবাসি।।

0.00 avg. rating (0% score) - 0 votes