বসে আছি
বেদনার নীল খামে বদ্ধ কিছু কাব্য নিয়ে।
বিবর্ন বিরস দুপুরটা
উপভোগ করছি তাড়িয়ে তাড়িয়ে।
চিন্তাগুলো ডানা মেলেছে ঘরের গুমোট বাতাসে
জং ধরা লোহার জানালা
গলিয়ে আসা একখন্ড সূর্য
অবাস্তবিক ভালোবাসায়
পোড় খাওয়া এ হৃদয়
সূর্যের আলোয় খুঁজে নিতে চায় রাজকণ্যা।।
অলীক সত্যের পেছনে তাই
যাযাবর দিনযাপন
দেওয়ালের কার্নশে তাই কবিতার
আঁকাবুকি।
বুকের পাজরে বাজে হারানো সুর
ক্লান্ত দুপুরে তাই
বসে থাকি
বেদনার নীল খামে বদ্ধ কিছু কাব্য নিয়ে।।
চমৎকার! ভাল থাকবেন কবি।
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।