মেপলে বৃষ্টি

আজ কয়েকদিন অঝড়ে আকাশ কাদে

আমার বাসার চালে বৃষ্টি ঝড়ে

যেমন ঝড়তো টিনের চালে ফেলে আসা সেই টিনের ঘরে।

ওখানে ছিলো বৃষ্টির রিদম – এখানে নেই।

 

জানালায় দাড়িয়ে দেখি চারিদিকে বৃষ্টি

ইউকেলিপটাস বনে, পাতা ঝড়া মেপলের ডালে।

পারগোলায় প্রষ্টিকের চাল দিয়েছি

বৃষ্টি শব্দ শুনব বল, জানালা দিয়েছি মেপলের পাশে

বৃষ্টির মাতম দেখব বলে গাছের ডালে।

 

মলয় স্যারের ক্যামেষ্টি ক্লাশ ফাকি দিয়ে

যেমন দেখতাম কলেজের কৃস্নচুরায় মাতাল বৃষ্টি

বিশাল পুকুরটায় অঝড়ে বষন

মাঝেমাঝে একটা কাক এসে বসত,

নারিকেল গাছগুলো আনন্দে মাততো

প্রথম বষার স্নানে।

 

আজ আমার কৃষ্ণচুড়া নেই, নেই কদমের ডালে

অঝড় বষন, প্রথম বষায় নারিকেলের স্নান

এখানে আছে পাতাঝড়া মেপল, বিবন ইউকেলিপটাস বন।

কিন্ত আমার আছে একরাশ ভালোবাসা

তোমাকে ঘিরে বাংলা- আজও ভালোবাসি তোমাকে

ঠিক তেমনী যেমন বাসতাম কৃষ্ণচুরার মাতাল বৃষ্টি।

 

 

আজও আছে আমার ভালোবাসা তোমাকে আর বৃষ্টিকে।

বৃষ্টিতে ভেসে যাবে হাসিনা- খালেদার রাজনীতি

এরশাদের নষ্টামি, স্বপ্ন হারানো বামদের হাহাকার

আর কিছু অধামিকের কুটচাল।

আজও আছে আমার ভালোবাসা

তোমাকে ঘিরে যেমন ছিলো যৌবনে

শুধু পাথক্য ঐই- তখন ছিলো বৃষ্টি কৃষ্ণচুড়ায়

আর এখন আছে মেপলে।

 

০৩/০৯/২০১৪

ক্যনবেরা

0.00 avg. rating (0% score) - 0 votes