একাত্তুরের ভূত

একাত্তুরের শকুন প্রবাসেও দাবরায়

বাঙ্গালী হলে ভালো মুসলমান হওয়া যায়না

পহেলা বৈশাখ- ছি ছি সে তো বিধামৃক ?

একাত্তুরের শকুন দাত বেড় করে হাসে

অপরাধের বিচার চেলে শাহাবাগী বলে

উপহাস করে।

 

গাজায় যখন আগুন জলে

একাত্তুরের ছায়া, প্রতিাবাদ করে শহরের মাঝে

ওরে বক ধামিক সাহস থাকে তো যা

সৌদি দুতাবাসের সামনে

গালে জুতা মারতে না পারিস দেয়ালে মার।

পবিত্র ভূমির অপবিত্র শাসকের ক্রিয়া নক তোরা সব।

একাত্তুরের ছায়া ভূত হয়ে ঘুরে

সারা পৃথিবীর বুকে।

 

পাশচাত্তের সূখ স্বাচ্ছন্দ উচ্চ শিক্ষা

সবই ভালো লাগে- বাংলার জন্য তালেবানী শাসন আশা করে

একাত্তুরের ভূত- ঘুরে সারা পৃথিবীর বুকে।

 

 

৩১/৭/২০১৪

ক্যানবেরা।

0.00 avg. rating (0% score) - 0 votes