আমি ইতিহাস, কালের সাক্ষী

আমি ইতিহাস, কালের সাক্ষী।

মুখ বন্ধ করে থাকি।

আমি মুখ খুললে থেমে যাবে

তোমাদের সব বচন-বিলাসভঙ্গি ।

 

আমি কালের সাক্ষী।

জেগে আছি, জেগে থাকি

তোমাদের সব কীর্তির মশাল হাতে।

আমি মুখ খুললে এক্ষুনি গুড়িয়ে যাবে

তোমাদের অহংবোধের প্রাসাদখানি।

 

তোমরা পেছনে তাকাতে ভুলে যাও।

আমি তোমাদের পেছনের সাক্ষী।

সর্বদা জেগে থাকি।

তোমাদের বর্তমানের হাসি-কান্নাকে

ভবিষ্যতের জন্য ধরে থাকি।

 

আমি ইতিহাস, কালের সাক্ষী।

তোমাদের শেকড় ধরে দাঁড়িয়ে আছি।

তোমরা শেকড়ের টান ভুলে গিয়ে

সামনে এগোবে যতই, আমি ততই

তোমাদেরকে ফিরিয়ে নিব শেকড় থেকে শেকড়ে।

 

তোমাদের শেকড়কে সামনে টেনে এনে

পৌঁছে দিব পরের প্রজন্মের কাছে।

কারণ,

আমি ইতিহাস, কালের সাক্ষী

কি করে আমায় এড়িয়ে যাও দেখি ?

0.00 avg. rating (0% score) - 0 votes