জেগে উঠে বসুন্ধরা

জেগে উঠে বসুন্ধরা ভাস্করের ডাকে
তিমির পালালে শুরু পাখিদের গান;
প্রেমেতে ডুবা শিশিরও উধাও ফাঁকে
বধুদের চুমুতে জাগে ক্লান্ত কৃষাণ।

মৃত্তিকার হৃদয় কোণে শুনি স্পন্দন
ভাঙ্গে ঘুম বৃক্ষরাজিরও হাই তুলে;
নীল আকাশ জুড়ে শুরু হয় কম্পন
বিষময় গ্যাসে প্রাণীদের কোলাহলে।

পল্লবে পল্লবে শুরু হয় স্ফূর্তি দোলা
নির্মম বাতাসে কখনো যে অভিমান;
ভাঙ্গলে হাত পা কার না হয় দুঃখ জ্বালা
তবু করে ফুল ফল অকাতরে দান।

সকাল দুপুর পেরিয়ে গোধূলি বেলা
তমস সাগরেই ডুবে দিনের ভেলা।

চতুর্দশপদী কবিতা
রচনাঃ২০১১

——————————————————————————–

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “জেগে উঠে বসুন্ধরা

Comments are closed.