(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)
এক
সুখের ছল
হৃদয় মুখে হাসি
চোখেতে জল।
দুই
এ মনপাখি
দেখা নয় সহজ
হৃদয় আঁখি।
তিন
কষ্টের আশ
সদা খুঁজে মানুষ
আসবে পাশ।
চার
ফুলের সাজে
অলি পড়েছে প্রেমে
মধুর খোঁজে।
পাঁচ
এই গোলাপ
হাতে দিলেই তার
করে আলাপ।
ছয়
এ লুটোপুটি
তৃপ্তি গগন চাটি
শেষে ঐ মাটি।
মাত্রা :৫-৭-৫
——————————————————————————–