সুখেরকোননাইরে সংজ্ঞানাইরে পরিধি,কারো কাছে সুখ যাহাকারো তাহা ব্যাধি।কেউবা বলে সুখ হলোনাসারা জীবন ভর,কেউবা বলে সুখের জন্যছাড়লাম বাড়িঘর।কারো ভাবনা সুখ বুঝিআছে মঙ্গলে,কেউবা আবার সুখের জন্যযায় জঙ্গলে।কেউবা ভাবে সুখ আছেবিড়ির সুখটানে,কেউবা আবার সুখের জন্যসখি কাছে টানে।কেউবা ভাবে সুখ আছেমসজিদ কিংবা মন্দিরে,আসলে সুখ রয়েছেমনের খাঁচায় বন্দীরে।মোহাম্মদ সহিদুল ইসলামSahidul77@gmail.com