মনের খাঁচায় বন্দী

সুখের কোন নাইরে সংজ্ঞা
নাইরে পরিধি,
কারো কাছে সুখ যাহা
কারো তাহা ব্যাধি।
 
কেউবা বলে সুখ হলোনা
সারা জীবন ভর,
কেউবা বলে সুখের জন্য
ছাড়লাম বাড়িঘর।
 
কারো ভাবনা সুখ বুঝি
আছে মঙ্গলে,
কেউবা আবার সুখের জন্য
যায় জঙ্গলে।
 
কেউবা ভাবে সুখ আছে
বিড়ির সুখটানে,
কেউবা আবার সুখের জন্য
সখি কাছে টানে।
 
কেউবা ভাবে সুখ আছে
মসজিদ কিংবা মন্দিরে,
আসলে সুখ রয়েছে
মনের খাঁচায় বন্দীরে।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul77@gmail.com
0.00 avg. rating (0% score) - 0 votes