প্রকৃতি ও জীবন

গ্রীস্ম বর্ষা পরে শরতের ঝিকিমিকি
যেন প্রকৃতির এ অটল রীতি নীতি;
শীতের না হতে ইতি,বসন্তের উঁকি
কত দায়িত্ববোধ কত না প্রেমপ্রীতি।

আমরা জ্বলতে থাকি,খর ঐ বৈশাখে
মেঘ ঘোমটায় রাণী নিয়ে আসে জল
দাঁড়ায় আমাদের পাশে সজল চোখে;
দাহে ধরায় যখন, সবাই উতল।

পাহাড়ি হিমেল পরশে বহে পবন
শীত বায়ু শুরু করে হি হি আর্তনাদ;
বস্ত্রহীন তাদের,কি দুর্বিষহ জীবন
ফাগুন স্নিগ্ধ প্রভায় কাটে অবসাদ।

মলয় পবন রথে হাতে গুচ্ছ ফুল
আসে ঋতুরাজ,চারিদিকে গুঞ্জরন
সাজে বসুন্ধরা,যেন অপ্সরা অতুল
হেসে উঠে রবি,কালী করে পলায়ন।

কেন হই তবে নিরাশ,হই শঙ্কিত
দুখের বিষ পান করেই তো অমৃত।

0.00 avg. rating (0% score) - 0 votes