সন্ধ্যা নামে নির্লিপ্ত অধরে । শফিক তপন
আজি এ সন্ধ্যায় রবির কিরণ বিদায় নিয়ে দিগন্ত ছেড়ে যায়,
মুক্ত বিহঙ্গের মত মন হারিয়ে যায় অচেনা দূর এক অজানায় ।
পাশা পাশি তুমি আর আমি দুজনে কিছুটা সময় নীরবে মিলে,
তোমার পানে আমি আর আমার পানে তুমি নীরব দৃষ্টি দিলে ।
গোধূলী লগনে ধরণী মৌন মাধুরী ঢেলেছে সাগরের কল কলে,
রবি তার শেষ কিরণ মাখে তোমার ধূসর রাঙ্গা শাড়ির আঁচলে ।
পৃথিবী রাতের জন্যে পশ্চিম দিগন্তে মৃদু অন্ধকারে ঢলে পড়ে,
নীরবে খুঁজি সে আবেশ তব অনবদ্ধ চাহনি ও নির্লিপ্ত অধরে ।
ভালো লাগলো কবি.
শুভ কামনা.