বাবাকে মা গ্রহণ করে পেলেন স্বীকৃতি
পরম পূজনীয় বাবা মায়ের প্রিয় স্বামী,
ভক্তি, সন্মান ও ভালবাসা তাঁকে ঘিরে
পিতৃদেব সত্যি সংসারে অনেক দামী ।
পিতার সন্তান উৎপাদক পবিত্র বীর্যে
সন্তানের আদি অস্থায়ী নিবিড় আবাস,
তিনি স্ত্রীকে অসম্ভব চরম ভালবেসে
তাঁর গর্ভে করেন সব সন্তানের চাষ ।
পিতা থেকে পুত্র এবং পুত্র থেকে পিতা
পিতৃ স্মৃতি সন্তানের দেহে বহে নিরন্তর,
পিতা পুত্রের চিরন্তন শ্রেষ্ঠ রক্ত বন্ধন
ছিন্ন হয়না কভু অটুট রহে জীবনভর ।
মাকে গর্ভদানে পিতার শ্রেষ্ঠ অবদান
সব বিবেচনায় তিনি পরিবারের প্রাণ,
পিতৃদিবস পিতার নীরব স্বর্ণ শীর্ষস্থান
জগৎ জুড়ে যাচে সকল পিতার সন্মান ।
পিতৃদিবসে পিতা । শফিক তপন