নিজেকে হারাই বাঁশরীর সুরে । শফিক তপন
বাঁশরীর সুর ভেসে আসে আজি দূর হতে নিঝুম রাতে,
পরাণযে আমার কেড়ে নিল ঘুম নেই দুটি আঁখি পাতে ।
আজি মধুর সুরে উতালা বাঁশী শুধু বাজে আর বাজে,
দোলে উথাল পাতাল ঊর্মি আমার অবুজ হিয়ার মাঝে ।
হৃদয় ছোঁয়া সু-মধুর বাঁশীর সুর মন কেড়ে নেয় মোর,
সেই ঘোরে আমি নিদ্রাহীন বসে জাগি নিশি হয় ভোর ।
মন-প্রাণ সপে দিয়ে নিজেকে হারাই সেই বাঁশরীর সুরে,
ভুলতে পারিনা এমনই পিয়াসী তান বইছে অন্তর জুড়ে ।