খুঁজি তোমায় বাঁশরীর সুরে

খুঁজি তোমায় বাঁশরীর সুরে । শফিক তপন

আমার বাঁশী তোমার জন্যে এই রাত – নিশিথে বাজে,
আর চুপ থেকোনা ঘরে বসে তুমি রুপ ঢেকোনা লাজে ।
তোমায় আজ চাইগো বলে নিশিথে বাঁশীর সুরে ডাকি,
লুকিয়ে থেকে আর কতকাল বল আমায় দিবে ফাঁকি ।

ছুঁইব তোমার দেহ-মন আমার বাঁশীর সুরের অনুরাগে,
সারা জনমের সাধ আমার যা শুধু হিয়ার মাঝে জাগে ।
তৃষ্ণার্ত বুকে নিভৃতে বইছে ঝর কখনও শুষ্ক মরুভূমি,
চাঁদ জোছনায় নিকুঞ্জ নিরালায় মন মাঝে শুধুযে তুমি ।

0.00 avg. rating (0% score) - 0 votes