মাকাল-কথা

মাকালের
ভিতরটা যে
নোংরা কত
বাইরে থেকে
একটুও তা
যায় না বোঝা,
আছাড় খেয়ে
যেই না মাকাল
দু ভাগ হলো
তখন তাকে
চিনতে পারা
কতই সোজা,
তবুও দেখি
অবাক হয়ে,
খুব বেশি নয়,
দুই চারি জন
আছেই মানুষ
চক্ষুবোজা।
কিন্তু যখন
চোখ-মেলা লোক
আসবে ছুটে?
বৃথাই তখন
মুখ লুকানোর
জায়গা খোঁজা।
ধরণীটাও
বেজায় পাজি,
হয় না দ্বিধা,
কোমরেতেও
গাঁইতিখানা
নেইকো গোঁজা।
নদীর ঘাটে
নোংরা ধুতে
যেই না যাওয়া,
অবাক চোখে
দেখে মাকাল
শুকনো মজা।
রাগে গর গর
শ্বাপদ তখন,
জিগায় কেবল
আছাড়-মারা
সাহসী সেই
লোকটা কোথা?
দাঁত-নখ সব
বেরিয়ে আসে,
বেরিয়ে পড়ে
নোংরা আরো,
ঢাকার চেষ্টা
হয় যে বৃথা।

0.00 avg. rating (0% score) - 0 votes