বিশ্বাস

বিশ্বাস,
তুমি কি দূষণ-কবলিত?
অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে ধাবিত
সংক্রামিত মারণ-রোগে?

তবু রোবটের ভালবাসা
গন্ধ শোঁকে কাগজের ফুলে,
অঙ্গুলি চালনা করে প্রেমিকার সুবিণ্যস্ত চুলে,
গন্ধ-তেলের সুবাস ছাপিয়ে
চটচটে বিষ্ঠার মতো কামগন্ধ লেপ্টে যায়
রোবটের আঙুলের ডগায়,

অভিকর্ষ-বন্ধন শিথিল থেকে শিথিলতর,
পরম আদরের লাল বলটি ছুঁড়ে দাও আকাশে
পরম বিশ্বাসে,
ধারণের দক্ষতায় গর্বিত নিঃশ্বাসে
বাতাস ভারি হয় সবুজের অপ্রতুলতায়,

ঊর্ধ্বমুখী জোড়বদ্ধ দুহাতের তালু
যদিও শূন্য নয়,পরিপূর্ণ দূষিত বাতাসে,
হাঁ-মুখের ওপর ভীষণভাবে থেঁতলে যেতে চাওয়া নাক,
আর নাকের ওপর বিস্ফারিত দুটি নয়ন,

ক্রমশঃ ওপরেই উঠতে থাকে লাল বল,
বাতাপি, কমলা, পাতি, বিন্দু…
অবশেষে বিলীন মহাশূন্যে,

মানুষে মানুষে বন্ধনের একদা মজবুত রজ্জু
হে বিশ্বাস, হে ভালবাসার প্রাণভোমরা
এখন কোমায় আচ্ছন্ন তুমি ভেন্টিলেশনে,

কাঁচের দেওয়ালের এপাশে
অলৌকিকতার ভরসায়
আছি অপেক্ষায় …

0.00 avg. rating (0% score) - 0 votes