বন্ধন

কল্পকথা থাক,
এ বন্ধন জন্মান্তরের কি না সে তর্ক ভেসে যাক।

এই যে মুখোমুখি,
তোমার-আমার নিঃশ্বাসে বিশ্বাসে মাখামাখি,

এই তো পরম সুখ,
ওপারের হাতছানি এড়িয়ে এ পারের বাতাসেই ভরি বুক,

ডাকে ডাকুক নিশি,
সে মায়াজাল ছিন্ন করে,এসো গভীর সাগরে মিশি,

দূরে দূরে তারা,
যেন উত্তাপ-সুখ,পাড়ি দিলে হতে হবেই দিশাহারা,

উত্তাপ খোঁজো বুকে,
যে বুক পাতা আছে ঠিক তোমারই সম্মুখে,

তোমারও ছিল সম্মতি,
দোষ নয় উৎসবের,যদি হাওয়ার মতো বদলায় মতি।

0.00 avg. rating (0% score) - 0 votes