পাল তুলে যাবে কদ্দুর, বাতাস হয়েছে বৈরী
ঘাট ফেলে যাবে আঘাট,মনকে করেছ তৈরী?
পিছুটান ছেড়ে নতুনের খোঁজে দিয়েছ পাড়ি,
খসবেই পলেস্তারা, ফের সেই পুরনো বাড়ি।
পাল তুলে যাবে কদ্দুর, বাতাস হয়েছে বৈরী
ঘাট ফেলে যাবে আঘাট,মনকে করেছ তৈরী?
পিছুটান ছেড়ে নতুনের খোঁজে দিয়েছ পাড়ি,
খসবেই পলেস্তারা, ফের সেই পুরনো বাড়ি।