তুমি একদিন সূর্যোদয় হয়ো
আমি আকাশ হয়ে সাজব তোমার অভিসারে।
ভোরের পৃথিবীকে জাগাব আমরা দু’জনে।
পাখিদের বলব সুরের লহরীতে জাগিয়ে তুলতে চারপাশ,
পাহাড়-নদী-সাগর-মাঠ গাছ-গাছালী,
শস্যক্ষেত-ফুলতলীর হাট।
বাতাসকে বলব নির্মলতার ছোঁয়া দিয়ে পবিত্র করে তুলতে সব।
তুমি কাঁচা সোনালী রং ছড়িয়ে দিবে এদের গায়ে।
ওরা মনের আনন্দে হাসবে-খেলবে-নাচবে আর আমি !
আমার মোহিনী রূপে আলোকিত করে তুলব সব।
তুমি একদিনে সূর্যাস্তের পাটে বসো তাকিয়ো আমার দিকে।
দেখবে অনুরাগের গভীর রংএ রঙিন হয়ে
আমি কিভাবে এক হয়ে গেছি গোধূলী বেলার লাল আভার সাথে।
ঘরে ফেরা পাখির দল উড়ে যাবে নীড়ে
ধূলি উড়ানো মেঠোপথে রাখাল ফিরবে ঘরে।
পেঁচার ডাকে কেঁপে কেঁপে উঠা বাঁশঝাড়ে
সন্ধ্যা নামবে প্রত্যাশিত অতিথির মতো।
আর আমি !
নোলক নাকে ঘোমটা টেনে
পুকুর ঘাটে যাব কলসী কাঁখে।
আমার রঙে রাঙাব সন্ধ্যার গন্ধমাখা দূরান্তের অতিথিকে।