তুমি যদি চাও

তুমি যদি চাও । শফিক তপন
———————
তুমি যদি চাও তবে আমি হব
তোমার ছবি আঁকার ক্যানবাস ,
রঙ তুলি দিয়ে রাঙিয়ে আঁকবে
এই বুকে বছরের বারটি মাস ।

নিশি যাপনে সুখ শয়নেতে হব
তোমার মধু চন্দ্রিমার অভিলাষ,
আলতা পরা নগ্ন পায়ের নীচের
আমি হব শিশিরে ভেজা ঘাস ।

তুমি যদি চাও তবে আমি হব
শিউলী তলার ভোরের বাতাস,
মনের বাতাযনে অনবরত আমি
হব তোমার বুকের শ্বাস-প্রশ্বাস ।

0.00 avg. rating (0% score) - 0 votes